কি যেন একটা রেখে এসেছি তোমার কাছে
বড্ড অস্বস্তি হচ্ছে এই মেঘলা শীতে
হ্যাঁ, আছে- তোমারি কাছে’ই আছে
রেখেছি জমা বকুল পাতায়, হাসনাহেনার সুরভী গীতে।


কি যেন একটা রেখে এসেছি তোমারি কাছে।।


যদি খুঁজে পাও তা তোমারি চাদরের আঁচল কোণে
কিংবা হালকা বুনন স্পষ্ট ইন্দ্রজাল ভাঁজের পানে
হয়ত তা লুকিয়ে রয়েছে পুরা সুদ্ধ চাদর বনে
খেলছে আপন লেবুর পাতার রং-এর রঙিনে।


কি যেন একটা রেখে এসেছি তোমারি কাছে
খুঁজে পেলে দিও তোমারি ভেবে
অথবা, রেখে দিও- সুযোগ যেহেতু আছে
মেঘলা শীতে তোমারি চাদরে পুরোপুরি মানিয়ে যে যাবে।।