কে দেখবে আমায়-
রূপালী ভরা জ্যোৎস্নাময় জানালায়
কৃষ্ণচূড়ার তীব্র অভিমানের সীমানায়
দু'পাশ বেয়ে যখন হেটে যায় আমার ধ্বংস
খুঁজে পাইনা আমার বেঁচে থাকার বংশ
তখন; কে দেখবে আমায় ।


কে দেখবে আমায়-
যখন আকাশের নীল কষ্টের মাঝে ডানা মেলে দেই
যখন ডুবুরী অক্সিজেন শূন্য ট্যাংকে অন্ধকারের স্মৃতির খেই
হাজারো শহুরের হাজারো মিথ্যেয় প্রতারিত হই
এক-অজানা চকচকে নতুন রূপকথার জন্ম দিতে ভয় পাই
তখন; কে দেখবে আমায় ।