আমি কি আর কিছু চেয়েছি ?
শুধু তোমার শাড়ির আঁচল ভর্তি ফাউন্টেন কালি চেয়েছি ।
আমি লিখবো পূর্ব থেকে পশ্চিমে
দিস্তা দিস্তা প্রেমের ঘুমে ।
ওগো তুমি দিবে না !
ওগো তুমি দিবে না !
আমার ঘড়ির সময়কে আটকে ,
ওই চকচকে ভূতের ঘাড় মটকে ।
চারি দিকের সূর্যের পা মাড়িয়ে,
তোমার আঁচল রাঙ্গিয়ে
তুমি দিবে না লিখতে
আমার প্রিয় কবিতা বলতে ?