পুরানের কথা না বিজ্ঞানের আবিষ্কার এই নিয়ে দুশ্চিন্তা ৷
তর্ক-বিতর্কের দংশনের কবলে দোদুল্যমান অবুঝ মনটা ৷
রাশি রাশি গ্রন্থ-পুস্তক পড়ে নিজের বুদ্ধি বন্ধক রাখতে শিখেছি অন্যের কাছে ৷
চোখ থাকতেও সত্য দেখে ঘুরতেছি অসত্যের পিছে পিছে ৷
ভেবে দেখো তো,মানুষের কি সত্যিই মান,হুঁশ আছে ?
মাতৃ-সম স্বদেশ ভুলে প্রাপ্তির ঈপ্সা সন্দেশে ৷
নির্মলা-নিষ্পাপ জাহানে দেখো হচ্ছে কলুষের জয় ৷
চিলে নিল কান;তাই পিছু-ছুটে দিচ্ছি অন্ধ-বোকার পরিচয় ৷
চারিদিক চেয়ে দেখো তো,প্রকৃতি আজ কত অশান্তিতে মগ্ন ৷
আর মানুষের ভুলের মাসুল দিতে দিতে নিরীহ বন্যরা যেন রুগ্ন ৷
তোমরা বুঝতে পারছো না,একটা শান্ত প্রকৃতি রেগে গেলে কী করতে পারে !
আমি বলি শোনো,এই কলুষিত পৃথিবীকে ধ্বংস রূপ সৃষ্টিতে সাজাবে অতুন করে ৷