জিলাপির প্যাঁচের মতো মনটা ছিল তোমার ৷
দেঁতো হাসি দিয়ে তুমি,আজকে পগার পার ৷
একদিন তো তুমিই ছিলে,মোর;সবে ধন নীলমণি ৷
আর,আজকে তুমি গোঁয়ার গোবিন্দের ঠমকী চোখের মণি ৷


চশমখোর,ভিজে বিড়াল,রাজা উজির মারা ৷
কাপুড়ে বাবুর গড্ডলিকা প্রবাহে,গাছে তুলে মই কাড়া ৷
আজকে আমি কেউ-কেটা;ভাঁড়ে মা ভবানী,ছাপোষা ৷
বিনা মেঘে বজ্রপাতে,দুধের মাছির রাহুর দশা ৷


ডাকের সুন্দরী নথ নেড়ে,ঠোঁট-কাটা পটের বিবি ৷
ধরাকে সরা জ্ঞান করে তুই;আদায়-কাঁচকলায় কাঁদবি ৷
ওরে গরজ বড় বালাই ! যেদিন দহরম-মহরমের ঢি ঢি পড়াতে ঘর ভাঙবি ৷
সেদিনই তুই,ঢেঁকির কচকচি শুনে টুপভুজঙ্গে থরহরি কম্পে তুষের আগুনে মরবি ৷