কথা দিইয়েও নাহি আসিলে;তুমি,শ্রাবণের সন্ধ্যায় ৷
একাকী নীরবে বসিয়া আমি,তোমারই অপেক্ষায় ৷
হেথা-হোথা খুঁজিতেছিলাম;তব মিলনের আশায় ৷
চির নিঃস্ব লাগিল মোকে;যৌবনের প্রেম মেলায় ৷
স্ব-হস্তে স্বর্ণ স্বপ্ন ভাঙিয়া দিলে তুমি ৷
অথচ একদিন বলিয়াছিলে,"তোমার তরেই আমি ৷"
পাড় ভাঙিয়া নদীরা খেলে,মাঝে রয় বালুচর ৷
মোহিত সম্পর্ক ছিন্ন করিয়া,করিলে আমায় পর ৷
ভালোবাসা কোনো পণ্য নহে,যে হারালে কেনা যায় ৷
একবার প্রেম হারাইলে পরে,জীবন লাগে অসহায় ৷
বাসিবে না যখন ভালোই মোকে;তবে,মিছে কেন ছলনা ?
ভোলা মনের সদ্ব্যবহার করিয়া,নিঠুরতার কামনা ?
কহিয়া যাইও একবার তুমি,আমার নাহি হইবে ৷
তবুও তোমার প্রতি প্রেম,বিন্দুমাত্র নাহি কমিবে ৷
কতদিন যে দেখিতে পারি নাই,তোমার হাসিমুখ ৷
পাইয়াছ কি খুঁজিয়া তুমি,আমার প্রেমের সুখ ?
কাজের সময় কাজ করাইলে;কাজ ফুরাইতেই পাজি ৷
আমার প্রেমের নিমক খাইয়া,এই পরিণাম আজি ?
'ধোয়া তুলসী-পাতা' হইয়া করিলে আমায় দোষী ৷
তাইতো আমি প্রেমের ভুবন,ত্যাগ করিয়াছি ৷
তোমার তরেই প্রেম-জীবন পথে,যাত্রা;শুরু করিয়াছিলাম ৷
আর,তোমা বিনাই আজিকে,প্রেমে;সন্ন্যাস গ্রহণ করিলাম ৷