হিরণ্য নামক গহীন গহনে বারণকে দেখা বারণ ৷
আর রয়েছে নিষিদ্ধ সেথায় করতে পশুচারণ ৷
সকাল-বিকেল দু-বেলাতেই দোয়েল,পিকের কূজন ৷
আসতে নিশার হলে দেরি কেশরীর গর্জন ৷
মাঝ বরাবর প্রবাহিত হয়েছে প্রবাহিনী ৷
বর্ষার গুরু-গম্ভীরেতে লাগত রাগিণী ৷


বৃহত্‌ বৃহত্‌ বিটপীরা সব দাঁড়ানো মাথা তুলে ৷
তারই মাঝে শাখা হতে বেবুন থাকত ঝুলে ৷
হরেক রঙের হরেক রকম হরেক ভুজঙ্গম ৷
একমাত্র শ্বেত-বর্ণের ছিল তুরঙ্গম ৷
করত খেলা সেথা তরু;আলোক,পবন সনে ৷
লিপ্ত থাকত সিঙ্গি,ব্যাঘ্র খেলার ছলে রণে ৷


শৃঙ্গী যখন স্নান করতে আসত দলে দলে ৷
মত্‌স্য তখন থাকত ব্যস্ত স্বরিতের সলিলে ৷
ভীষণ সুন্দর রূপের বাহার সূরের স্বর্ণালোকে ৷
ঠিক যেন হেমাঙ্গিনী সজ্জিত কনকে ৷
এরূপ দৃশ্য দেখিনি কভু স্বর্ণ-জঙ্গলে ৷
পৃ,নৃ,ভূ,খ তাইতো ডাকে হিরণ্য বলে ৷