কালো মেঘ আকাশ জুড়ে ৷
গুরুং গুরুং গর্জন করে ৷
তাইতো শম্পা ভয়ে মরে ৷
পৃথ্বী আহ্লাদে নাহি ধরে ৷


আয় বৃষ্টি তুই ঝেঁপে ৷
ধান দিব তোকে মেপে ৷
খেতে দিব পাকা পেঁপে ৷
দুয়ার দিবি কিন্তু লেপে ৷


ইলশে-গুঁড়ি বৃষ্টি পড়ে ৷
বাঁশের বনে পাতা নড়ে ৷
ঝড়ো হাওয়ায় আবার ঝরে ৷
নামল এবার মুশল-ধারে ৷


টিনের ঘরে এল বৃষ্টি ৷
ঝুমুর-ঝুমুর শব্দ সৃষ্টি ৷
ছিল মোর শুভ-দৃষ্টি ৷
বর্ষার কী অপরূপ কৃষ্টি !


আকাশ বটে শিথিল হল ৷
মনের আশা তৃপ্তি পেল ৷
পৃথ্বী মাতা তৃষ্ণা মিটাল ৷
কাম্য বৃষ্টি মন্থরে থামিল ৷