পাখিদের শেষ কলরব শুনিয়া ৷
সূর্য অস্ত গেলো ৷
চন্দ্রমা সাঁঝ আকাশে উঠিয়া ৷
জ্যোত্‌স্না ছড়াইয়া দিল ৷


পূবের হাওয়া দ্রুত আসিয়া ৷
কাননে প্রবেশ করিল ৷
কুঞ্জ সনে মৈত্রী গড়িয়া ৷
আপন বেগে ছুটিল ৷


মুশল-ধারায় বৃষ্টি পাইয়া ৷
গহন সিক্ত হইল ৷
সিক্ত গহনে সুর মিলাইয়া ৷
নৈশ পাখি গাহিল ৷


তিমির রাত্রি তমঃ হারাইয়া ৷
জ্যোত্‌স্নার আলো মাখিল ৷
সবুজ বনানী রূপালী হইয়া ৷
নিশার কদর রাখিল ৷


পশ্চিমা ওই তটিনী হাসিয়া ৷
সুরেলা ধ্বনি বাজাইল ৷
তাইতো শম্পা-তায়দ ডাকিয়া ৷
এ বসুন্ধরায় নামিল ৷


নৈশ বনানীর স্বপন দেখিয়া ৷
ঊষা পালঙ্ক ছাড়িল ৷
পালঙ্ক ত্যাগ অনুভব করিয়া ৷
ভোরের আলো ফুটিল ৷