নাল গোলাপটা আনি মুই গুঁজি দিইম খোঁপাত্ ৷
আর শাড়ির আঁচলাখানি উড়ি যাইবে হাওয়াত্ ৷
মুই তোমাক দেখিম আর দেখবি তুই মোক ৷
মরা গাঙত্ ধরি যাইম ভালোবাসি তোক ৷
সূয্য ওটে যাইবে নিভি,তোমার রূপত্ বোল ৷
আর মুই মনত্ ভাবং বুঝিক সন্ধ্যা হইল ৷
হাতত্ হাত ধরি হামরা মাল্লি ধরি আসিম ৷
রাতত্ বোল পাশত্ বসি জ্যোচ্ছনাক আচলত্ ভরিম ৷
তোর মুখত্ হাসি দেখি জ্যোচ্ছনা আলো চায় ৷
আর গায়ের না রঙ দেখি সূয্য শরম পায় ৷


কলসী ধরি যাবু তুই ঘাটত্ আনির জল ৷
নূপুরের না আওয়াজ শুনি মনটা টলমল ৷
আলতা,চুড়ি,টিকলি পড়ি দৌড়ি গেলি মাঠত্ ৷
আর মুই খুঁজির ধরচ্ছুং এটে-ওটে,ঘরত্ ৷
মোর পরাণ ভাল পায় যখন তুই হাসিস ৷
কাঁপি উঠে পরাণ মোর বলি তুই কান্দিস ৷
মুই তোক ভালোবাসিম বাঁচিম যত্-দিন ৷
আর পরাণটাক বান্ধি রাখিম আঁচলত্ তত্-দিন ৷
করবু তো বিয়া,মুইও জানং ভালোবাসি মোক ৷
তাই সিঁথিত্ সিঁদুর দিয়া জাপটে ধরিম তোক ৷