কোমল বস্ত্রে সুপরিহিতা;আলতা রাঙা পায়ে ৷
গোলাপ পুষ্পের সৌরভ যেন,ঝরাচ্ছে নিজ গায়ে ৷
গোরা তনুতে রক্তিমা আনন,আশীতে মুখশ্রী ৷
তব হৃদ্ স্পন্দনেতে,কম্পিত প্রেমের পৃ ৷
চান্দের আলো যায় গো নিভে,তোমার হাসির ছায়ায় ৷
সুশ্রী মুখের সিক্ত ঠোঁটে,মেদিনী তৃষ্ণা মিটায় ৷
নিষ্পাপ মনের অঙ্গনা তুমি;অঙ্গসৌষ্ঠবও নিখুঁত ৷
তোমার রূপের প্রশান্তিতে,আঁচল উড়ায় মারুত ৷
সৌম্যদর্শনে;প্রেমার্ণবের ঊর্মি,ডাকছে প্রেমের বর্ষণ ৷
আর,সেই বর্ষণে অপ ঝরাচ্ছে;আমার স্নিগ্ধ নয়ন ৷
মোহিনী প্রকৃতি প্রকোপিত,হচ্ছে তোমায় দেখে ৷
নীলাক্ষির সুদর্শনে খ,নিচ্ছে নীলকে মেখে ৷
তোমার ঘন খোঁপার চিকুরে,দিবস তমঃ রজনী ৷
ঝর্ণাও তোমায় বলছে দেখে,কামনার শ্রী-তটিনী ৷
শূন্যের তারারা তোমায় দেখে,জ্বলজ্বলিয়ে জ্বলছে ৷
আর নজরখানি মিলতেই যেন লাজুকতায় নিভছে ৷
বুক ভরা প্রেম-মধু এনে আজ;ঢালছ আমার মুখে ৷
প্রেমের তৃষ্ণা মিটিয়ে দিয়েই;জড়িয়ে ধরলে বুকে ৷
মুখে কুলুপ,চোখ ভারী;বক্ষে প্রেম শুধু ৷
ভালোবাসার শ্রী-মিলনে করবো তোমায় বধূ ৷