সান্ধ্য ভ্রমণে পথিমধ্যে এক বৃদ্ধ হাঁটিতেছিল ৷
অমন সময় চুরি করিয়া,এক চোর ফিরিতেছিল ৷
পশ্চাদ্ হইতে পলিস কর্তার তাড়াখানি খাইয়া ৷
চোরও সেথা বন্দুক বাহির,করিল বাধ্য হইয়া ৷
এমতাবস্থায় পুলিস কর্তা চোরকে গুলি মারিল ৷
আর,চোরও তখন বাঁচার তরে গুলি নিক্ষেপ করিল ৷
কর্তার গুলি পাদে লাগিতেই চোরটি ঢলিয়া পড়িল ৷
আর,চোরের সেই ধাবিত গুলি বৃদ্ধের বুকে লাগিল ৷
পুলিস,চোর;আর যত লোক;সবে স্তম্ভিত দেখিয়া ৷
ভয়ে-রাগে-মানবিকতায় রহিল নির্বাকে চাহিয়া ৷
অবশেষে চোরকে ধরিয়া বৃদ্ধের সম্মুখে আনিল ৷
আর,গুলির ভয়ে পড়িয়া যাওয়া বৃদ্ধ হাসিয়া উঠিল ৷
সবার তো চক্ষু চড়কগাছ;এ কেমনে ঘটিল ?
বৃদ্ধ তখন বাঁচিবার সূত্র,শতক শতাংশ বুঝিল ৷
পকেট হইতে পয়সাগুলি বাহির করিয়া দেখাইল ৷
আর,তাঁদের মধ্যেই যে গুলির নিশান;বৃদ্ধ মুখে কহিল ৷
একে একে সবার মুখেই অনপেখিত হাসি ফুটিল ৷
আর,মৃত্যুর কবল হইতে বৃদ্ধ;আত্ম-প্রাণে বাঁচিল ৷
মরণ নাহি আসিলে কভু মৃত্যু নাহি হয় ৷
কারণ রূপ নিছক বাহানা;অকাল-মৃত্যু কয় ৷