কদম তলায় শ্রীকৃষ্ণ রাধার হাতটি ধরে ৷
বংশী হাতে নিয়ে ঠোঁটে বাজায় মধুর সুরে ৷
লজ্জা রূপ আনন্দে রাধা গেলো শ্রী-কাননে ৷
বংশীধারী ব্যস্ত তখন রাধার অন্বেষণে ৷


'রাধা','রাধা' নামটি ধরে ডাকছে গো শ্রীকৃষ্ণ ৷
কানন মাঝে প্রসূন সৌরভে রাধা ছিল মগ্ন ৷
চিনতে পারেনি ডাকটি তাহার;শুনল কেবল কানে ৷
এমতাবস্থায় কৃষ্ণ ব্যতীত হারাল রাধা গহনে ৷


'কৃষ্ণ','কৃষ্ণ' নামটি ধরে ডাকছে ভয়ে রাধা ৷
তিন সন্ধ্যায় পদে পদে জাগছে মনে বাধা ৷
অবশেষে বংশী-সুরে চন্দ্র আলোক জ্বালে ৷
রাধা এবার বুঝতে পারল জ্যোত্‌স্নার শুভ্রোজ্জবলে ৷


'কানাই','কানাই' ডাকছে রাধা,গহীন কাননে বসে ৷
ছুটল বায়ু 'কানাই' শুনে কৃষ্ণেরই হদিসে ৷
কৃষ্ণ এবার রাধার তরে ছুটছে বায়ুর সনে ৷
রাধা-কৃষ্ণের যুগল মিলন,হারিয়ে গহীন বনে ৷