সবজিদের ওই পাঠশালাতে,গণিত শেখায় লঙ্কা ৷
কুমড়ো নাহি কষতে পারায়,বকছে লবডঙ্কা ৷
বাংলা নিতে জলদি এল;আদার দাদা রসুন ৷
করলা,পেয়াজের উত্তরেতে,বলল প্রিয়রা বসুন ৷
ভূগোল শেখাতে গোল গোল ঘুরে,হাজির হল আলু ৷
ঢেঁড়স চিরকাল ঢেঁড়সই থাকবে;পারবে না হতে চালু ৷
চশমা চোখে ইতিহাস নিতে,এসেছে বৃদ্ধ লেবু ৷
লাউলের সালের গন্ডোগোলে,খাচ্ছে হাবুডুবু ৷
বিজ্ঞান নিতে এল সেথায়,গন্ধ গায়ে মূলা ৷
পঞ্চইন্দ্রিয়ের সারা বোঝাতেই,গাজরের নাকে তুলা ৷
সংস্কৃতে পন্ডিত,কচুর প্রবেশ;চুলকাতে চুলকাতে গলা ৷
হসন্ত,বিসর্গের মুদ্রাদোষে;কাঁচকলার কান মলা ৷
অবশেষে হাজির হল,প্রধান শিক্ষক পটল ৷
নিজের নামের বানান লিখতেই;পটল তুলল পটল ৷
আজকের মতো পাঠশালা পটলের;ইংরাজীতেই শেষ ৷
দশ বছরে একদিনই হয়;পাঠশালায় প্রবেশ ৷