তোষামোদ করে মোরা প্রিয় হওয়ার চেষ্টা করি ৷
অথচ আদর্শ সুপ্রিয়কে দেখে সবে ঘৃণাতে ডরি ৷
এ জগতে নেওয়ার মতো কিছু নেই তোমার ৷
কিন্তু পাওয়ার মতো অনেক কিছু আছে সবার ৷
তোমার দোষকে কেউ নাহি আত্ম-দোষ রূপে পরিচয় দিবে ৷
তবে কেন স্বর্গের দাসত্ব ছেড়ে নরকের রাজত্ব ভবে ?
উত্তর দাও;উত্তর দাও;চুপটি করে থেকো না ৷
অলীক,সন্দশে যাওয়ার মিছে তব সব বাসনা ৷
শ্রীঘরে থাকতে থাকতে তোমরা 'শ্রী'-কে ভুলে গেছো ৷
আর 'বিমলা'-কে 'স্ত্রী' ভেবে নারী নির্যাতন করছো ৷
নিজের সর্বনাশ ডেকে এনে পড়ছ গলায় মালা ৷
বন্ধক রাখা বুদ্ধি-মনে দিচ্ছো ঝুলিয়ে তালা ৷
অপরাধেরা টাকা দিয়ে সাজছে নিরপরাধ ৷
আর নিরপরাধকে হুমকি মেরে কাড়ছ মুখের ভাত ৷
সাহায্যের তরে দাঁড়ানো চাই,সদা মানুষের পাশে ৷
কিন্তু বাস্তবে 'শ'-কে কেটে দাঁড়ায় গিয়ে পাছে ৷
লোভ,লিপ্সা,লালসাতে দেখছো কত স্বপ্ন ৷
এমনও কত এ জগতে হায় ! যাদের জোটে না অন্ন ৷
ছোট,বড়,মাঝারি;হয় কত রকমের মন ৷
ধরাকে সরা করি মনে থাকলে অগুন্তি ধন ৷
সম্মান তো তাঁদেরই যোগ্য,যারা করে সম্মান ৷
কিন্তু সন্তপ্ত ক্ষৌণীত দেখছি যে,অসম্মানিতরাই মহান ৷
চেয়ে দেখো ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করছো তোমরা ৷
রাজায় রাজায় যুদ্ধ করে,মরে নিরীহ প্রজারা ৷
স্তন্যে-পালিত ক্রন্দনরত শিশু,চায় শুধু মাতৃদুগ্ধ ৷
ফোঁটা দুয়েক মিলতেই যেন করে হাসিতে ভুবন মুগ্ধ ৷
ভারত মায়ের সন্তান মোরা ওরফে পৃথ্বী মায়ের ৷
এসো,এ জগতকে শিশুর বাস বানাই মোরা;ফেলে ঘাম কায়ের ৷