প্রতি বছর বারে বারে ৷
দিনটি তোমার আসুক ফিরে ৷
স্নেহ-পরশ-স্মৃতিতে মাখা ৷
ক্ষণে-ক্ষণে করি অপেক্ষা ৷
তমিস্রাকে হারিয়ে দিবস নব-রূপে সাজে ৷
নীল গগনে উষসী এল মেঘের ভেলার মাঝে ৷
অতীত,বর্তমান,ভবিষ্যত্‌ থাকুক তোমায় ঘিরে ৷
পুষ্প-নিষ্পাপ মনটি তোমার জমুক ধীরে ধীরে ৷
নব যাত্রায় পদার্পণ করার এল পালা ৷
হাসিখুসি সঙ্গে নিয়ে কাটুক সারা বেলা ৷
আকাশ-তারা-রবি দেখুক,দেখুক রাতের জ্যোত্‌স্না ৷
আর দেখুক সবুজ-তটিনী-নগের চঞ্চল ঝরনা ৷
বলছে টিয়া,বলছে ময়না;ওই যে কোকিল-কণ্ঠ ৷
হাসসে দেখো নীল আকাশের গোধূলি-দিগন্ত ৷
বেলুন-চকলেট-টুপিতে সেজে প্রসূতির মহাপতি ৷
কেক কিংবা পায়েস কেটে নিভাও মোমের বাতি ৷
জীবন পথে পাড়ি দেওয়ার এল নতুন দিন ৷
"দিলডার্ড প্যাটি হিল"-এর গীতে শুভ জন্মদিন ৷
জন্মদিনে তোমার জন্য এই আন্তরিক উপহার ৷
বাংলায় নাও ভালোবাসা;হিন্দিতে নাও প্যায়ার ৷