শৃঙ্গীর শৃঙ্গীরা সব বারণকে বেরতে বারণ করছে ৷
আর তাই দেখে সৌদামিনী হঠাত্‌ই চমকে উঠছে ৷
গগনের ঘন ঘনেরা যেন নবরূপে সংসার পেতেছে ৷
তাই বুঝি,তৃষ্ণার্ত মেদিনী আগমনের বার্তা জানাচ্ছে ৷


প্রসূনের সুগন্ধে উন্মত্ত মারুত দ্রুত বেগে ছুটতেছে ৷
আর কিরণমালীর কিরণ তখন প্রায় বুজতে চলেছে ৷
আশীবিষ আশীতে বিষ নিয়ে দূব্বা সনে খেলতে লাগছে ৷
তাই দেখে ঝর্ণার অপগুলি অবিরত ঝরঝরিয়ে পড়ছে ৷


শাখীর শাখার প্রশাখায় বসন্তসখা সখাকে খুঁজতেছে ৷
তাই বোধহয়,খগের খগেরা অমন করে নীড়ে ফিরতেছে ৷
শৈবলিনীর শৈবালগুলি পুলিনে সজ্জিত রয়েছে ৷
আর নিশার নিশাকর তাঁদেরকে দেখে হয়তো বা কিছু বলছে ৷


অনবদ্য বর্ষার বর্ষণে গহীন গহন অঙ্গনা সেজে অঙ্গ ধৌত করছে ৷
আর তার ওই স্তিমিত আঁচল ও অলকের পুলক যেন সায়াহ্নকে সাজাচ্ছে ৷
নিশাগমের দর্শন পেয়ে সীমন্তনী অরণ্যানী তারাদের জ্বালছে ৷
আর তাই বুঝি,তারারা আমাকে ডেকে বলল,"মোর সহধর্মিণী হওয়ার দরুন সীমন্তনী বনানী তুলসীমঙ্চে পীদিম জ্বেলে ইষ্টদেবতার কাছে প্রার্থনা মাগছে ৷"