এই শেষ আষাঢ়ী রাতে
যখন সারা পৃথিবী ঘুমায়
আমি বিনীদ্র রজনী কাটাই
তোমাকে ভেবে তোমারি মায়ায়


ভালোলাগা কিংবা ভালবাসা
সবি যেন এখন তোমার আবর্তে
আজ পূর্ণিমা চাদ মেঘের মায়ায়
মুখ লুকিয়ে  কোথা হারায়


ঝি ঝি পোকাগুলোর নিরন্তর গুঞ্জন
বৃষ্টির প্রত্যাশাতে কুনো ব্যাঙ গুলোর ডাক
সবি চলেছে আপন গতিতে
শুধু তুমি রয়েছ আপন ভ্রমেতে


প্রেমহীন মন পানিহীন মরুভুমি
মনের গহীনে কান পেতে শুনো
আমার অস্তিত্ব কি পাও খুজে

আমি পাই এই হৃদয় মাঝে
এক অজানা স্পন্দন তোমায় ঘিরে
নির্লিপ্ত বাসনা তোমাকে কাছে পাওয়ার
গভীর শঙ্কা তোমাকে হারাবার


তোমার তরে আমি স্বার্থপর
নির্দ্বিধায় ঘোষি ভালবাসার পয়গম্বর
নিস্তব্ধতা ভেঙ্গে সাড়া দাও প্রিয়া
তোমারি অপেক্ষাতে আমারি হিয়া


চল মোরা নীড় বাধি অবিরত
ওই কপোত কপোতির মত
চিরসঙ্গী হয়ে পথটা হাটি
একসাথে বলি ভালবাসি ভালবাসি।