সেদিন হেমন্ত রাতে
হাটিছিনু কোন শহুরে রাস্তার বাঁকে
দেখিনু কিছু পথের শিশু
জড়ায়ে একে অপরেরে
ঘুমাইয়া রহিয়াছে পাটের বস্তা গায়ে


দেখিয়া সে দৃশ্য আপন চোখে
দীর্ঘশ্বাসে মোর ছাতি ফাটে
নিজেরি অজান্তে এই আখিঁ ডোরে
অশ্রু যেন বর্ষণ করে


কতই না ভাগ্য নিয়ে জন্মিয়াছি ভবে
তবুও শুধু পাওয়ার নেশা
হতক ছাড়া লোভ লালসা
বারেক ফিরে তাকাই তাদের
কিই বা কমতি আছে মোদের
প্রসারিত করিয়া হাতখানি
চল সাম্যর এক পৃথিবী বুনি।