ইঁট পাথরের এই শহরে জীর্ণ দেহে বেড়ায় ঘুরে-
একটি শিশু রোজ;
টাকা দিয়ে সব কেনা যায়, বিক্রি হয় যে মানুষ
জীবন মূল্য ঠিক করে দেয়, প্রতিপত্তির ফানুস।
তাই বলি, কিছু ভালো কাজ এক্ষুণি সেরে ফেলো
শেষের পথটা পুণ্য সাগরে মসৃণ করে তোলো।
মুখোস পরা মানুষের ভিড়ে সত্য চেঁচিয়ে কাঁদে-
অসহায় আজ, মিথ্যেরা তাকে ফেলেছে ভীষণ ফাঁদে।
গরীব-ধনী দুই জনকে আলাদা করে অর্থে-
সেই আলাদা এক হয়ে যায় অগ্নি চিতার গর্ভে।