আমার  সংক্ষিপ্ত  মেঘ তোমার আকাশে ভেসে থাকে
নদীধারে কাশফুল, দুর্গামেলা, রাসমঞ্চ -
হরিদের আমগাছ, ছোট্ট বাসাতে পাখির ছানা,
সব কিছু ভেসে যায় মায়াবী আলোয়।
আজকের সূর্যালোক সাবানে কাচা,
গাছেরা নতুন জামাপরে  দাঁড়িয়ে  আছে;
কেউ তো বলছে না দারুণ মানিয়েছে তোকে।
সকলের মুখে সকলের কথা, মেঘের ভিতর মেঘ গর্জায়
ঠিকানা জানে না সেও - অবস্থা তার নিদারুণ,
একা আমি, শুধু একা, সুনিপুণ।
চারিদিকে এতো আলো সরিয়ে অনায়াসে ঘুরেবেড়ায় অন্ধকার।
একই আলো সবার চোখে, চেনোনি তার অন্ধকার
নানা আলো নানা মাপে আমাদের  চেনায় অন্ধকার।
কোথাকার পথ বুঝি সহসা সোহাগে-
এলানো বেলার কাছে এসে বসে থাকে।
এ শহর বড্ডবেশী উদাসীন থাকে-
ঘাতকেরা ধোবীঘাটে ধুয়ে ফেলে হাত,
অনায়াসে মিশে যায় ভীড় থেকে ভীড়ের গভীরে।
আজকাল আকাশেই থাকি
বালির পৃথিবী? সে তো বিরাট এক ফাঁকি।
সময়ের বিপুল চ্ত্বরে মুছে যায় পদচিহ্ন,
আমি তো জানি ফেলে আসা দিনের নির্মম ইতিহাস-
হে ঈশ্বর! আজন্ম চেয়েছিলাম সবুজের  নিঃশ্বাস।