এসো ভাই ছুটে যাই-
সহজ পাঠ আর কুমোড় পাড়ার দেশে,
যেথায় শুধু আকাশ আর মাটি একসাথে মেশে।
কথায়-কথায় ভাব-আড়িতে কাটবে দিন দেদার;
জাতের নামের দোহাই ঘুচুক তারিফ হোক মেধার।।
মেয়ের দল পড়তে যাবে লাল ফিতে বেঁধে,
দুষ্টু-মিষ্টি হাসি আর আশায় বুক বেঁধে।
সেই ছোট্ট বেলার স্মৃতি দেয় সুখের অনুভূতি
চারিদিকে একি দেখি?কৃত্রিম ভালোবাসা, স্নেহ প্রীতি।
সবই আজ আজব লাগে, অচেনা লাগে মন;
বুঝিনি কখন হারিয়ে গেছে ছোট্ট বেলার জীবন।
হৃদয়ের ঝাঁপিতে লুকানো আছে ছোট্ট বেলার স্মৃতি-------
তারা কখনও দেয় দুখ, আবার কখনও সুখের আনুভূতি।