আমি জানিনা আমার ভিতর অন্য কেউ থাকে,
মরে যায় সব প্রিয় মুখের টান;
সম্পর্ক ছড়িয়ে আছে নিয়ে বিষন্নতার গান।
ভালোবাসার পর্যটন দিনরাত মুছেফেলে পথের রেখা
তছনছ করে দেয় শান্তির নির্বাক নির্জনতা।
অশ্রুকণা স্বভাব নিয়মে নিম্নমুখী যেমন
পাল তোলে হতাশার যখন তখন।
জীবন ও জীবনের সূক্ষ্মতা পান করে-
এসেছে যে আমার দুয়ারে-
তারে আমি চিনি, তারেই আমি জানি।
উন্ভিদে, শষ্যে,সংহারে,শক্তিতে স্রষ্টার জিনি কবি,
তাঁকেই আমি স্থির-অস্থির ব্রহ্ম্ময়ী ভাবি।