স্বর্গ নরক তুমিই মাগো তুমিই আমার পরিচয়
তোমার কোলে সুখ যে আমার প্রথম আশ্রয়।
যেথায় থাকি,যেমন থাকি দুঃখে কিম্বা সুখে;
মুখটি  মায়ের জেগেই থাকে আমার ছোট্ট বুকে।
এ জগতে কেহ নাই মায়ের সমান
মা-জননী বিধাতার শ্রেষ্ঠ অনুদান।
একটা চাঁদ অনেক তারা দেখি রোজ রাতে
কি যেন এক অনুভূতি থাকে নিজের সাথে।
যৌবনে কেউ মোহের বশে যায় যে মাকে ছেড়ে
মা যে কি ধন- বোঝে যখন, যায় মা পরপারে।
চাঁদ উঠলে আকাশেতে জলে ভরে চোখ
আমি তখন চাঁদের মধ্যে খুঁজি মায়ের মুখ।
ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলে একটাই চাওয়া ভাই
ঘুমের ঘোরে মাকে যেন একটু খুঁজে পাই।
গালের উপর শুকিয়ে যাওয়া চোখের জলের দাগ
তোমার স্মৃতি আমার মনে আলত জেগে থাক।