বৈশাখের রঙ লেগেছে সারা বাংলা জুড়ে
খুশির গান গাইছে পাখি নীল আকাশে উড়ে।
বৈশাখ এলে বাঙালী পোষাকে
বাঙালীর আল্পনা--------
বৈশাখ এলে বাঙালি বাঙালি কতই আপনজনা।
বৈশাখ গেলে ইংলিশ আর হিন্দী গানই সার
বৈশাখ গেলে আগের মতই দূর দূর-ছাড় ছাড়।
নববর্ষের আনন্দ ছু্ঁয়ে থাক প্রতিটি ক্ষণে
সুখ ছুঁয়ে থাক বাঙালির তৃষিত মনে।
তাপস তুমি,শুরু হোক রং বদলের বন্দনা
বিদায় নিক - দুঃখ ওবেদনা।
আসছে নতুন দিন -বিদায়ের লগ্নে পুরাতনবর্ষ,
সব ভেদাভেদ ভুলে বাজাও ন্যায়-নীতির শঙখ।