ভাল্লাগে না মেঘলা আকাশ
অন্ধপাতাল নাড়িয়ে দেয় তোমার প্রাচীন বিষাদ।
ভাঙা সেতুর নীচে শুয়ে থাকে নির্জীব অবসাদ।
আমি যে শুধু দেখতে চাই শংকাহীন সময় আর তারাভরা আকাশ।
নষ্ট হয়ে যায় কেন রোজ রোজ সবুজের দেশ?
এত গাছ,এত ফুল,এত পাখী গান গায় রোজ -
কেউ কি ভুলেও করে একবার তোমার কোনও খোঁজ?
আলোর ঢেউয়ে ভেসে যাচ্ছে নতুন আকাক্ষারা
এখানেই ঘর বাঁধতে চাইছে বিদগ্ধ চেতনারা।
দিন গুনতে গুনতে বুঝি ধৈর্য্য কাকে বলে,
গভীর নিঃশ্বাসের ফাঁকে শুধু সময় বয়ে চলে।।