পিতা মানে রৌদ্র ঝড়ে মাথার উপর ছাতা
পিতা ছাড়া জীবন মানে সাদা পাতার খাতা।
জন্ম থেকে মৃত্যু অবধি মাথার উপর থাকে
দুঃখ কষ্ট দিলেও তাঁরা মনে নাহি রাখে।
পিতার কাছেই শুরু যে হয় লেখাপড়ার পাঠ
পিতা হল খেলনা ঘোড়া আর খেলাধূলার মাঠ।
শত কষ্ট ব্যাথায় বুকে দেয় আশ্রয়
শাসনে-ভালোবাসায় জড়ায়ে  রাখে মায়ায়।
দিবস রজনী করে তোলে সুমধুর
পিতার দেওয়া শক্তি সাহসে জীবন  হয়ে ওঠে  মধুর।
পূবে ওঠে রবি, পশ্চিমে ডুবে  যায়-
ওঠে চাঁদ আকাশে পৃথিবীর মায়ায় ।
বেঁচে আছি - সুখে আছি যাঁর  ছায়ায়......
"বাবা", কতদিন দেখিনা তোমায়।