রং তুলিতে আঁকব ছবি হাজার হাজার প্রাণীর',
আঁকব ছবি বাংলা দেশের রথী মহারথীর।
আঁকব আমি আমার মায়ের সুন্দর মুখ',
আঁকব তাহার দুষ্টু ছেলের বুক জুড়ানো সুখ।
আঁকব ছবি গ্রাম বাংলার কলসী হাতে জায়া
নদী নালা খালবিল আর সবুজ সবুজ ছায়া।
আঁকব আমি বাংলা দেশের নানান রকম ছবি-
আঁকব আমি ... লিখবে তখন অনেক মহাকবি।।