মানুষ আমি  যুবক আমি নেই তো কোন শিশুত্ব,
         ইচ্ছে আছে সুযোগ পেলেই
         ফেলবো  ভেঙ্গে প্রতিহিংসার পশুত্ব।
প্রেমিক আমি, শক্তি আমি, বাংলা আমার মা,
         তোমায় আমি এমন ক'রে মরতে দেব না।
আমার মাঝেই অন্ধকার, আমার মাঝেই ভোর,
         চিনিয়ে দেব  কাকে বলে ভালোবাসার ডোর।।
ভয় পেওনা মাগো তোমায় করব মোরা জয়;
দুর্জনেরা  পালাবে তখ্ন সঙ্গে    নিয়ে ভয়।
অন্যায় আর অত্যাচারের পেয়েছিস  প্রশ্রয়,
ধাক্কা খেয়ে বুঝবি   তোরা শক্তি কারে ক্য়।।