প্রতিদিন পড়তে পড়তে ধুঁকতে ধুঁকতে বিকেল আর কৈ,
ভবিষ্যতের মানুষ হতে জাপটে ধরত বই।
প্রতিমুহুর্তে তার ভবিষ্যত নিয়ে  মা-বাবার সংশয় -
আর যাই হোক-সে যেন বেকার কেষ্ট বিষ্টু না হয়।
অনেক কিছু পেয়েছে সে, অনেক অনেক টাকা,
বিলাস বহুল ফ্ল্যাটের  মোড়কে আরাম দায়ক থাকা।
দূর দূরান্ত থেকে আসে ডাক তার,
আজকে সে সফল মানুষ ব্যাস্ত  ডাক্তার।।
তবুও তার কষ্ট হয় এই ভাবতে মনে,
ছেলেবেলাটা  বুঝি আমার গেছেই অকারণে।।