এই ভুবনে কান্না আছে - আছে দুখের পান্না
বড়ই কঠিন করতে তাদের সংখ্যা গণনা।
তাই তো বলি হাসতে শেখো - এক মুহুর্তের তরে
করতে শেখো বিজয় ওগো - চিত্ত ভয়ের ঘরে।
দুখের পরে সুখ যে আসে - সুখের পরে দুখ
অপেহ্মান্তে আসবে দেখো - বসন্তের দূত।
এই ভুবনে সুখ-দুঃখের পান্না আছে - আছে হাসির মলম
লাগিয়ে দিলেই মালুম পাবে - শুকিয়ে যাবে জখম।
চেষ্টা কর ভুলতে দুঃখ - মুছে আঁখি জল
দেখতে শেখো আগামী ভোরের সূর্যকরোজ্জল।