চিরস্থায়ী নয়কো জেনো এই জীবনে কিছু,
রোদ-বৃষ্টি, সুখ-দুঃখ আসে পিছু পিছু।
এই দেখো না গোলাপ কেমন রঙ ছড়িয়ে দিয়ে,
সঙ্গে থাকার শপথ নিল মুচবি হাসি দিয়ে।
সময় যখন আসল কাছে, বলল আমি আসি,
ছড়িয়ে দিয়ে মাতাল সুবাস, অনেক অনেক হাসি।
অনেক কিছুই আসবে ভালো, জীবন তরী বেয়ে
সময়ের সাথে চলে যাবে তারা প্রকৃতির নিয়মে।
স্রষ্টা কেবল চিরস্থায়ী, এইকথা রেখো মনে,
আস্থা প্রদীপ জ্বেলে রেখো শুধু তোমার মনের কোনে।।