মৃত্যু মানে যাওয়া তো নয় ফিরে আসার আশ্বাস,
বাড়িয়ে দুহাত আহ্বান কর -
বল!  সুন্দর তুমি, নতুন প্রাণের  আভাস।
সুদীর্ঘ পথ আভিযান শেষে সকল ক্লান্তির অবসান,
মৃত্যু জীবনের শেষ নয়,  নতুন প্রাণের অনুরণন।
ধ্বংস নয়,  নতুন উদ্যমে নতুন সৃষ্টির সূচনা,
মৃত্যু মোদের গুপ্ত প্রেম, আমাদের বেঁচে থাকার প্রেরণা।
মৃত্যু ওগো আর কিছু নয়, ঘর বদলের খেলা,
জীবন ছকে সংগে রেখো, কোরনাকো  অবহেলা।
দিনের পরে রাত যে আসে, সুখের পরে দুখ,
জীবন তরী বাইতে  হলে, দেখতেই হবে মৃত্যুর মুখ।
জীবন বীণায় লাগাও এবার মৃত্যু রাগের সুর,
নতুন রাগের আলাপ হবে দারুণ সুমধুর।।