ভাবলে পাবে টাকের দেখা  আর ভেবনা ভাই
যুদ্ধ থামাও আমরা এবার শান্তি পেতে চাই।
যুদ্ধ প্রেমিক তাকিয়ে দেখ বন্ধ করোনা চোখ
ঐ শোনো দিকে-দিকে কাঁদে পৃথিবীর কত লোক।
তবে কেন এত হানাহানি?
খবরের পাতা খুললেই দেখি কান্নার ছবি
শেষ হয়ে গেছে কত অমূল্য রবি।
নীল মেঘের পিছনে দেখতে চাই না আর
বাদুড়ের মত অমাবস্যার কালো অন্ধকার।
তবুও যদি শুনতে চাও - তোমাকেই বলি
বাড়িয়ে দাও তোমার কলম বন্ধ করে দলাদলি।
অস্তমিত সূর্যের দিকে চোখ রেখে শপথ কর তুমি
বল--যুদ্ধ নয়, ভালোবাসাই সব থেকে দামী।
সুখের আলো পড়ুক ঝড়ে নীল মেঘের আকাশে
বারুদ পোড়া গন্ধ যেন থাকে নাকো বাতাসে।।