কুর্নিশ তোমাকে সৈনিক -
সব কিছু তুমি জলাঞ্জলি দিয়েছ মোদের তরে,
যেমন করে মৌমাছি, মৌচাকে তার মধুকে রক্ষা করে।
সৈনিক তুমি,কর শত্রু দমন, শক্ত কঠোর হাতে,
নিজেও জানো না কি হবে তোমার, রাত শেষ হলে প্রাতে।
এমনি করেই এগিয়ে চলেছ দুর্গম পথে পথে,
ঘরে যে প্রিয়া আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছে রাতে।
অভিমান ভরে সে অপেক্ষা করে, সূর্য উঠবে কবে,
তখনও তো তুমি ব্যাস্ত যে আছ - দেশকে বাঁচাবে বলে।
এমনি করেই জীবনের বহু অমূল্য ক্ষণ গেছে চলে,
মানুষের বোঝা, হে মহাবীর - নিরাপদে রেখে গেলে।
তোমাকে জানাই কুর্নিশ আজ, মানব দেবতা বলে,
মন্দিরে নয়, পূজিব তোমায় বরমাল্য দিয়ে গলে।
ধ্বংস হোক যুদ্ধ আর প্রতিহিংসার রোষ -
পাখির মধুর সুরে পৃথিবী জাগরিত হোক।
নীল মেঘের আড়ালে, দেখতে চাই না কৃষ্ণার আঁধার,
থামিও না কলম, শুধু থামিয়ে দাও রিভলবার।।