হে কবি-
তুমি হামেশাই আস আমার মনের ভাবনাতে
আমার সুখ-দুঃখের রাতে - আমার সকল হাসি-কান্নাতে।
দোহাই তোমার একটি বার কলম ধর কবি,
অস্থির সময় আজ ফিরে এসো আদরের রবি।
আজ নীল আকাশের আড়ালে কৃষ্ণার আঁধার
থামছে কলম, বাড়ছে রিভলবার......।।
বহুবছর ধরে তোমার কাছে আমার উত্তর আছে যে জানার।
আজ লাঞ্ছিত তোমার "সাধারণ মেয়ে"-
লড়াই যার মৃত্যুকে থামাতে পারেনি
একুশ দশকের চড়াই-র পথে হাসে বিচারের বাণী;
এই সেই দিল্লীর "নির্ভয়া" বাংলার "দামিনী"।
যারা অকালে নেভালো তার জীবন আলো------
তুমি কি তাদের ক্ষমা করেছ??????
তুমি কি বেসেছ ভালো???????