সব স্বপ্ন সুন্দর হোক তোমার কাছে এসে
সব ভালোবাসা সুন্দর হোক তোমায় ভালোবেসে।
ঘাসের ভেতর লুকিয়ে রাখি হৃদয় ভরা ঢেউ
দিগন্তের ওপারে ফের হাতছানি দেয় কেউ।
চোখের আড়ালে ছোটে সময়ের ভেলা-
কিছু তার অভিমান, কিছু তার খেলা।
দূর থেকে মনে হয় অভিমানী সুধা
এত প্রেম কেন তুমি দিয়েছ বসুধা?
জীবন এগিয়ে চলে সময়ের স্রোত ধরে
স্মৃতির নৌকা লাগে জীবন স্রোতের ধারে।
তবু স্মৃতি আসে স্মৃতি যায়------
জীবনের এই রঙ বদলান নাগর দোলায়।
একটি জীবন কেটেই গেল বোঝায় এবং ভুল বোঝায়
ধাঁধিয়ে যাচ্ছে দিক নিশানা উল্টো, কঠিন এবং সোজায়।
মেলার ভিড়ে চলছে খেলা শব্দর
একলা হলে নিমেশে সব স্তব্ধ।
এখন আশা অলীক কোনও সৃস্টির
হারিয়ে যায় দূরের যত দৃস্টি-
সব কিছুর দিক ভুলিয়ে উড়তে চাই দিক-বিদিক
ঘুচিয়ে দিয়ে অতীত-পুরাণ সফল হোক স্বপ্ন উড়ান।
স্বপ্ন আমায় বল্ল ঘুমে, চোখ তো আছে সাথে-
সময় বলল চুপি চুপি আমি আছি তোর পথে।
জীবন বলল হার মানিস না, হবেই হবে জয়
রাতের পরে দিন আসবে এমনটাই হয়।