আখাউড়া কুড়িপাইকার নাজমিন
রিমঝিম বৃষ্টির রাতে
শূন্য বিছানায় শুয়ে তুমি ভেবেছিলে
তোমার যৌবন ও রূপের লালসা দেখিয়ে
আমাকে পিছু পিছু ঘুরাবে।
আমি ভিখেরী কিংবা কাঙ্গাল নই যে
এই পৃথিবীতে বেঁচে থাকতে
শূন্য পেয়ালা হাতে
তোমার দ্বারে ভালবাসা ভিক্ষে চাইব।


আমি তোমার মতো এতো উন্মাদ নই যে
জীবনের প্রতি বৈরীতা এনে
মুঠো-মুঠো ট্যাবলেট খেয়ে
মৃত্যু যন্ত্রণায় ছটফট করব।


আমার জীবন এবং সম্মান নিয়ে জোয়া খেলে
তুমি শান্ত হওনি, শান্ত হয়নি তোমার বিবেক।
তুমি দক্ষ জোয়ারী, কঠিন তোমার খেলা
আবার খেলতে শুরু করেছ
একমাস পূর্বে তোমার গর্ভ থেকে ভূমিষ্ট হওয়া
স্মৃতির জীবন নিয়ে জোয়া খেলা।


আমি হেরে গিয়েছি মনেকরে
রিমঝিম বৃষ্টিতে ভিজে তুমি
তাতা-থৈথৈ, তাতা-থৈথৈ নৃত্য করেছিলে।


তুমি কি জান নাজমিন
আমি আজও একটি স্বপ্ন দেখি
সুন্দর একটি সকালের, যা সূর্যের আলোয় আলোকিত হবে।