আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ি
মৃত্যু আমাকে নয়
আমি মৃত্যুকে ডাকি।
আমি নই লাশ গুমকারীর দলে
আমি সত্য প্রচারে বিদ্রোহ করি
তার জন্য কারাকে নয়
কারা আমায় করে ভয়।
আমি হতাশাহীনদের বুকের আশা
অনাহারীর মুখের অন্ন
আমি অত্যাচারীর জম
কেড়ে নেই তাদের মুখের অন্ন।
আমার বুকে প্রেম আছে
আছে অগ্নি ঝড়ার মতো যাতনা
জ্বালিয়ে দেব আমি
যারা আমার গ্রামে মাস্তানি করতে আসবি।
ফুল দেয়াতে অপরাধ হয়েছে
অপমানিত হয়েছে গোষ্ঠী
চেয়ে দ্যাখ আমার আদালতে
ঝুলছে তোদের ফাঁসির রশি।
আমি নজরুল নয়, নয় সুকান্ত ভট্রাচার্য
আমি গ্রামে জন্ম নেয়া এক অশান্ত, উগ্র,
বাউন্ডেলে এবং বেয়াদব।
আমার পেছনে কোন শক্তি নেই
আমি চলি ক্ষুরধার স্রোতের মতন
আমি রুখতে পারি একশত তলোয়ার
তাই আমার নাম হয়েছে গোলাম সরোয়ার।