শুধু তোমাকে একটু ভালোবাসবো বলে,
বারংবার তোমার হৃদয়ের মন্দিরে
প্রবেশ করার এখন অধিকার চর্চা করি আমি।


আমার হৃদয়ের প্রেমের পুষ্প অঞ্জলি নিয়ে,
দেবী তোমার বেদীতে অর্পণ করার জন্য
অনবরত দাঁড়িয়ে থাকি শুধু তোমার দুয়ারে,
নীরবে-নিভৃতে শুধু তোমারই নাম যপি সর্বক্ষণ।


কিন্তু দুর্ভাগা পুজারি আমি দেবী!
তোমার সাধনা করার যোগ্যতা আছে হয়তোবা আমার নেই;
আমার প্রেমের অঞ্জলি হৃদয়ের অর্ঘ্য কখনোই নেয়নি তুমি!,
তুমি হয়েছো তুষ্ট ভন্ড তপস্যাকারীদের ফুলে।


হয়তোবা আমার ফুলের সুবাসিত ঘ্রাণ কখনোই পৌছাবেনা তোমার কাছে,
কি? করেই বা পৌঁছাবে বলো; আমার মত পূজারী ঠাঁই মেলেনি কখনো তোমার হৃদয়ের মন্দিরে!!।


ক্ষনিকের অজস্র পূজারী ঘিরে ছিলো তোমায়;
আর তোমার দৃষ্টিপাত ছিল শুধু তাদের তরে,
হয়তোবা তুমি তাতেই সন্তুষ্ট ছিলে ক্ষণিকের কৃত্রিম প্রেমে।


আমার মত তুচ্ছ নগণ্য প্রেমিকের অর্ঘ্য কি? তোমার আরাধনা হয় বলো,
তবে জেনে রাখো দেবী "আমার মতো ভালোবাসেনি কোন পূজারী আজও তোমাকে,
নীরবে-নিভৃতে শুধু তোমারই প্রেমের আরাধনা করে যাবো,
আমার হৃদয়ের মাঝে তোমায় প্রতিমা সাজিয়ে"


তবুও তুমি থাকো উল্লাসে মত্ত হয়ে ক্ষণিকের পূজারীদের ভিড়ে,
আমার অর্ঘ্য মালা শুকিয়ে যাবে; সে ফুলের ঘ্রাণ নিঃশেষ হয়ে যাবে,
তবুও আমি প্রতিদিন সাঁজাবো তোমার জন্য অর্ঘ্য মালা,
অকৃত্রিম ভালোবাসা দিয়ে প্রেমের অঞ্জলি শুধু তোমার তরে।