ভালবাসি বলেই তোমার কাছে আসি বার বার
তাইতো তুমি মোরে ফিরিয়ে দিয়েছে প্রতিবার
কখন বোঝনি মোর অন্তর, চাওনি ফিরে একটি বার,
দেখনি স্বপ্ন ভংগ আশাহত প্রেমিকের মুখখানী
ভেবেছ তারে স্বার্থপর নয়তো লোভী ....


তোমার হৃদয় মন্দিরের হতভাগা পুঁজারী আমি
তোমার বেদীতে অর্পণ করেছি মোর হৃদয়ের অঞ্জলী
প্রত্যাখান করেছ বলে ভেবোনা যে ভুলে যাব তোমায় ...


এ হৃদয় মাঝে গড়েছি আমি প্রেমের মন্দির
সেখানে প্রতিমা রূপে তুমি আর আমি অন্ধ পুঁজারী
দেবী একটি বার চোখ মেলে চেয়ে দেখ
তোমার চরণ তলে মোর প্রেমের অঞ্জলী
অন্তর জুড়ে শুধু তোমারই আরতি করি
তোমারই আরাধনায় বিভোর আমি”
দেখবে না চেয়ে কি কোন কাল?  


চাইবো আমি তোমায় অন্তিম ক্ষণে!
যদি আসে ফিরে একটি বার?
দেখবো তোমায় নয় ভরে
তবুও কখণ ভেবোনা মোর স্বার্থপর


তোমায় ভালবাসি বলে সর্বক্ষণ কাঁদে মোর অন্তর
তোমারই প্রতিক্ষায় রহিব আমি জীবন ভর;
এটাই আমার অন্তিম বাসনা বা হৃদয়ের দূর্বলতা
তোমরাই তাকে মনে করেছ আমারই অক্ষমতা....?