শ্রাবণে মেঘের ছায়ায় বসে
একলা একা ভাবছি কাকে,
মনের মাঝে অশান্ত ঝড়ে
লিখবো কি পাচ্ছি না খুঁজে।
হাতে ছিলো রঙিন কাগজ
সঙ্গে একটা কলমও ছিলো,
ভাবছি বসে তোমায় নিয়ে
কবিতার ছন্দে মন হারালো।
এমন সময় মেঘ এসে হায়
ভিজলো সব বাণের জলে,
সব কিছু যেন এলোমেলো ভাবে
পড়ে রইলো সেই শ্রাবণের ধারে।