আয় তুলে দেই ওদের মুখে
এক লোকমা ভাত,
অনাহারে পথের ধারে
যার কাটে দিন রাত।


হাজার টাকায় ইফতারি হয়
অহেতুক'ই রোজ,
পর্শী জনের কে কি খেলো
আয় গিয়ে নেই খোঁজ।


আয়রে বসি ওদের পাশে
একটু সমাদরে,
মক্কা কাবা তাওয়াফ করি
বুকের ক'খান হাড়ে।


চলরে উড়াই স্বপ্ন ঘুড়ি
তাকিয়ে ওদের চোখে,
চল এনে দেই একটু হাসি
ওদের মলিন মুখে।


আয় ঝেড়ে দেই ঐ দেহটার
একটু ময়লা ধুলো,
নিশ্বাসে দেই নির্মলতা
বিশ্বাসে দেই আলো।


আয় ওদের গল্প শুনি
অল্প ক'খান কথা,
দু মুঠো ভাত,  দুটো টাকা-
আর ছেঁড়া একখান কাথা।


এতটুকুই চাওয়া ওদের
বিষ্ণু ভগবান,
পথের ধারেই বসে আল্লাহ
দেখেন সারাজাহান।