ধর্মে আমি মানুষ নই
নইতো মানুষ জাতে,
মানুষ আমি মনুষ্যত্বে
সঙ্গ খোদার সাথে।
কিসের বর্ণ উঁচুনিচু
কিসের মেথর মুচি?
বিত্তে কেন মানুষ মেপে
দেখাই নোংরা রুচি?
সমাজ আমায় দিলো যথা
সুনাম এবং স্বীকৃতি,
তবে কেন জনমনের
ছায়ায় আমি বিকৃতি।
হোক বসবাস মানব মনে
কথা কাজের মিষ্টতায়,
হোক জয়গান মনুষ্যত্বের
মানবতার তুষ্টতায়।
ভেঙে যাক যত নিয়মনীতি
জাত বর্ণের দ্বন্দ্ব ,
ঈশ্বর হাসুক মানব মুখে
ছড়াক সুখের ছন্দ।
[ঘামের স্রোত ]