ন্যায্য হিস্যা-ন্যায়বিচার  
________এমআর রকি


সুষ্ঠু সমাজ গড়তে হলে
খুব জরুরি ন্যায়বিচার,
খুব জরুরী ঐশি বিধান
প্রয়োগ প্রসার শুদ্ধাচার।


হোক তা যতো তুচ্ছ বিষয়
ক্ষুদ্র অতি সামান্য,
পক্ষ যখন আসবে দুটোই
ন্যায় করো না অমান্য।


ভয়ভীতি কি প্ররোচনায়
যদি ভীষণ পক্ষ হয়,
ন্যায় অন্যায় প্রশ্ন এলে
কেউই তখন তোমার নয়।


হয়তো অনেক খোয়া যাবে
ছেড়েও যাবে অনেক জন,
থাকতে হবে তবুও অটল
ন্যায়বিচারে সর্বক্ষণ।


নিজ পরিধি পরিপাটি
ঝুট ঝামেলার নেই বালাই,
তাই বলে কি মিথ্যেটাকেও
মানতে হবে চোখ বুজাই?


সৎসঙ্গ -ই ন্যায়ের বিচার
সত্য বলাই ন্যায়ের পথ,
ন্যায্য পাওয়া দিতেই হবে
যদি -ইবা হয় ভিন্নমত।


বাংলামাটির প্রতি কণায়
সাম্য-মৈত্রীর অঙ্গীকার,
লাল সবুজের এই চেতনা
ন্যায্য হিস্যা- ন্যায়বিচার।