অনেক দিন পর
স্মৃতির বিষ্ঠা হাতরে নিলাম,
কুকুরের মত খাবলে খুবলে -
ডাষ্টবিনের তলদেশ থেকে
খুজেঁ পেলাম সামান্য কাঁচা মাংস।
সেই চাহুনী, সেই আবেদন -
নিস্পাপ নিতম্বের সেই গন্ধ ,
সময়ের পরিবর্তনে
আজ তা শুধুই উচ্ছিষ্ট।
ভয়ে জড়সড় আমি,
খুব নিকটে দুর্গন্ধের দুরুত্ব,
চুলে হাত রাখলো,
নাক টিপে বল্ল -
এই দুর্গন্ধে কেন ?
আর কোত্থেকেই বা এলি
এতদিন পর?