সমাজ যাদের বেশ্যা বলে
বাঁকা চোখে দেয় দৃষ্টি,
সেই সমাজে গর্ভের ওরা
ওরা সমাজেরই এক সৃষ্টি।
যদি ওরা কেউ ছুটে আসে কাছে
দেই একবুক ঘৃনা ছুরে,
আলোতে ওদের সীকৃতি নেই
নেই মানবতা বাহুডোরে।
ওদের কাছে সমাজপতিরা
নতশীরে রয় পরে,
উরুতে খুজে বেহেস্তি সুখ
সময়ের অন্ধকারে।
হাজার সাধক ওদের পায়েতে
ফুল পুজো দেয় আঁধারে,
প্রিয়া প্রেয়সী হাজার উপমাই
বুকে চাপিয়া ধরে।
উগ্র মেকাপে বেশ্যা দেহ
ছড়ালে মরমি গন্ধ,
পরিচয় থাকেনা টিকি বা টুপির
উচুঁ নিচুর কোন দন্দ।
জাত ভেদ নেই ধর্মেও নেই
নেই সামাজিক ব্যবধান,
এক দরে ওরা সবার কাছে
একি ভাবে করে আত্মদান।
কেউ ডাকে নটি, কেউ বেশ্যা
কেউবা ডাকে রাত রানী,
আমি ডাকি ওদের দেবী বলে
মহাদেবী ওরা
ওরাই এই সমাজের রক্ষিনী।।
(কাব্য : কামনাহীন প্রতিক্ষা। ২১শে বই
মেলা ২০০৯)