বিশ্বাসকেও বিশ্বাস করতে ভয় হয় এখন!
চারপাশে বিশ্বাসঘাতকতার রমরমা যখন!


এক বন্ধুকে বিশ্বাস করেছিলাম-
অতি চালাক বন্ধুটি তার মর্যাদা রাখে নি।


এক প্রভাবশালী নেতাকে বিশ্বাস করেছিলাম,
খোলসহীন তার অবয়ব দেখে আৎকে উঠেছি!


একজন উঠতি নেতার উপর আস্থা রেখেছিলাম,
অল্প ক'দিন আগে দেখেছি তার স্বার্থপরতার দৃষ্টান্ত!


আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে গিয়েছিলাম,
শিক্ষামন্ত্রীর ব্যর্থতায় প্রশ্নফাঁসের উল্লম্ফনে-
বন্ধুদের চেয়ে পিছিয়ে গিয়েছি!


বিশ্বাস রেখেছিলাম একটি স্বাধীন রাষ্ট্রের প্রতি,
ভূয়া সিস্টেমের মারপ্যাঁচে আমার বিশ্বাস-
দুমড়ে-মুচড়ে খান খান হয়ে গেছে!


বিশ্বাসের জোরে দেশসেরা ভার্সিটির-
বারান্দায় পা রেখেছিলাম,
সবকিছু নষ্টদের দখলে দেখতে পেয়ে-
আত্মঘাতী সিদ্ধান্তে ছিন্ন করেছি মম শির।


বিশ্বাসের সাম্পানে ভেসে-
এক ছোট ভাইকে লালন করেছিলাম,
অবিশ্বাসী ছেলেটি অতি-আত্মবিশ্বাসী হয়ে-
দলছুট হরিণের মতো পালিয়ে গেল!


জন্মদাতা পিতার নির্দেশে-
পৃথিবীকে বিশ্বাস করেছিলাম,
লক্ষ লক্ষ মীর জাফরের দল কি নির্মমভাবে-
আমার বিশ্বাসের মৃত্যুদণ্ড কার্যকর করলো!


বিশ্বাসকেও তাই বিশ্বাস করতে-
ভয় হয় এখন,
চারপাশে বিশ্বাসঘাতকতার-
রমরমা যখন!


---স্বপ্ন কুঠির/২৮শে চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ।