আমি যদি থমকে দাঁড়াই,
চমকে যাবে আপন সবাই।
আমি যদি হার মেনে নিই,
জিতবে তবে না জেতা ভাই!


মুখোশ যদি দেই না খুলে?
ইজ্জতে গিয়ে লাগবে টান!
দেখবে সবে চাদঁ সোনামুখ,
সাধুরূপী এক মস্ত শয়তান!


জুতোর মালা পরিয়ে দিয়ে,
করি যদি সেই অপমান!
কতটুকু ক্ষমতা আছে?
ঠেকাতে এসো মানিকচাঁন!


বছর চারেক পূর্তি হলো,
সাধারণের রাস্তা ভাঙা!
ভরি ভরি গয়না কিনে,
পূর্ণ করছো বউয়ের ঠোঙা!


নিজের বাড়ির রাস্তাখানা,
কংক্রিটের শক্ত ঢালাই!
আমজনতা পিছলে পড়ে,
কাঁদাপানিতে শরীর ডুবাই!


গুণে গুণে সতের লক্ষ,
মাদ্রাসাবাবদ টাকা এলো!
চুরিবিদ্যায় ভালই দক্ষ,
সেই টাকাও পকেটে ভরলো!


জনগণের উন্নয়নে,
দেদারছে আসছে টাকা!
প্রকল্পের কি বাহারি নাম,
কাবিটা আর কাবিখা!


রক্তচোষা বদ জানোয়ার,
টাকাগুলো করছে হাওয়া!
তাইতো বেজায় তেল বেড়েছে,
বেড়ে যাচ্ছে চাওয়া-পাওয়া!


আমি বাছা আমজনতা,
সরল বিশ্বাসে দিয়েছি ভোট!
এখন আবার আমার উপর,
হুমকি-ধমকির বেজায় চোট!


এ কি বিপদে পড়লাম আমি,
চাপের ফলে হয়েছি বাঁকা!
ভোট ছিলো তাই দিয়েছিলাম,
এখন আবার চাচ্ছে টাকা!


দেয়ালে পিঠ ঠেকে গেছে,
আর পেছানোর সুযোগ নাই!
তাই বলছি সবাই চলুন এবার,
একসাথে মোরা থমকে দাঁড়াই!


বাংলা ভাষায় দিচ্ছি বলে,
কান খুলে শুনে নিন!
সুন্দর একটি প্রবাদ আছে-
"চোরের দশ আর সাউধের একদিন!"


--বর্ধমান/পহেলা মে, সতের।