বসুন্ধরায়
সত্য নাই,
মিথ্যার জয়
সর্বদাই।


সন্ত্রাসীরাই
ত্রাস ছড়ায়,
ভালবাসাই
অকালে হারায়।


অনলাইনে
সারল্য নেই,
বক্রপথের
অভাব নেই।


জোর যার
মুল্লুক তার,
শকুনের ভয়
গরু তার।


স্বপ্ন নেই
আশাহত,
দুঃস্বপ্নে
সবই মৃত।


ভাইতন্ত্র
ষড়যন্ত্র,
কুমন্ত্রের
গণতন্ত্র।


নষ্ট সব
করে রব,
হৃৎযন্ত্র
ধপাধপ।


মাদকাসক্ত
সুদাসক্ত,
নষ্টাসক্ত
দিচ্ছে নেতৃত্ব।


জুজুর ভয়
চুপসে রয়,
সত্যবাদী
রমা রায়।


রাজতন্ত্র
জিন্দাবাদ,
জনতন্ত্র
মুর্দাবাদ।


ঘুণপোকা
চেতনায়,
ধান্ধাবাজি
ব্যবসায়।


হাইব্রিড
করে হিট,
ডেডিকেশন
নো নীড।


তেলবাজি
চামবাজি,
টাকায় পদ
দিতে রাজি।


পদভার
ক্ষমতার,
দুর্বলতা
অহংকার।


আগ্রাসন
ব্যাঘ্রাসন,
প্রতিবাদে
হবে মরণ।


ট্রানজিট
সীমানায়,
তিস্তারা
ভেসে যায়।


আকাশে
বাতাসে,
দখলদার
রাক্ষুষে।


সত্য কথায়
লোক হাসে,
মিথ্যে সাজায়
কন্ঠ ফাঁসে।


পত্রিকায়
পূজো হয়,
স্বাধীনতা
কারে কয়?


মুক্তিযুদ্ধ
করে রুদ্ধ,
হেরো শত্রুরা
সংঘবদ্ধ।


একাত্তরের
পচাত্তুর,
তেরোরটা
কতদূর?


লেবাসী
শয়তান,
মৌলোভীর
পাপীস্তান।


জামাতী
বামাতী,
রসুনমূল
প্রথমতি।


সব বুঝে
কাজ নাই,
বলার ছিল
বলি ভাই।


আমি তাই
হারিয়ে যাই,
শোন সবাই
গুড বাই।


(এম. কে. ফরাজী/২৮.০৬.২০১৬ ইং)